ভিনরাজ্যে রাজ্যে কাজ করতে গিয়ে বাঙালি যুবকের রহস্যমৃত্যু। চেন্নাইয়ে একটি অনলাইন শপিং সাইটের সদর দপ্তরে চাকরি করতেন হিন্দমোটরের ভিক্টর রায়। শনিবার রাতে শহরের একটি হোটেলের বাথরুম থেকে উদ্ধার হয় তাঁর দেহ। মঙ্গলবার ভিক্টরের দেহে আনা হয় হুগলি হিন্দমোটরে, তাঁর বাড়িতে। ছেলের মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। জানা গিয়েছে, বছর দুয়েক আগে চেন্নাইয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন ভিক্টর। গত ১৬ নভেম্বর বাবা-মায়ে সঙ্গে দেখা করতে হিন্দমোটরে এসেছিলেন তিনি। প্রতিদিন ফোনে বাড়ির লোকের সঙ্গে কথা বলতেন। কিন্তু শনিবার বহু চেষ্টা করেও ভিক্টরের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বাড়ির লোকেরা।