প্রেম দিবসেই নিজের ভালবাসার মানুষকে ফিরে পেতে রাতের বেলায় প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসল প্রেমিক। রবিবার রাতে এই ঘটনা ঘটে বালুরঘাট থানার বাউলে। সূত্রের খবর, বালুরঘাট ব্লকের বাউল এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় প্রামানিক। ওই যুবকের সঙ্গে পার্শ্ববর্তী জগন্নাথবাটি এলাকার এক ছাত্রীর প্রেম হয়। দীর্ঘ দিনের সম্পর্ক থাকলেও যুবতিকে অন্যত্র বিয়ে দিতে চাইছিল তার পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরেই নিজের ভালবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ওই যুবক ধরনায় বসে। ওই যুবকের আরও দাবি যে তার প্রেমিকার বাড়ির লোক জোর করে তাকে অন্যাত্র বিয়ে দিয়ে দিচ্ছে। আর সেই কারণে প্রেমিকা তার কাছে কান্নাকাটি করছে বলে যুবকের দাবি। আর সেই কারণেই নিজের ভালোবাসা ফিরে পেতে ওই তার বাড়ির সামনে ধরনায় বসে ওই যুবক। যদিও মেয়ের বাড়ির লোকের দাবি যে তাদের মেয়ের আঠারো বছর বয়স পূর্ণ হয়নি। তাই তারা এই মুহূর্তে মেয়ের বিয়ের তোরজোর করছে না।