বর্ধমানের বিখ্যাত সীতাভোগ ও মিহিদানা মানেই জিভে জল। তাই ভাইফোঁটায় ভাইদের পাতে অন্যান্য মিষ্টির পাশাপাশি সীতাভোগ,মিহিদানা থাকছেই। সকাল থেকেই বোনেরা ভিড় করছে মিষ্টির দোকানগুলোয়। সকলের একটাই মত, বর্ধমানের বিখ্যাত সীতাভোগ,মিহিদানা ছাড়া ভাইফোঁটা ভাবাই যায় না।
বর্ধমানের বিখ্যাত সীতাভোগ ও মিহিদানা মানেই জিভে জল। তাই ভাইফোঁটায় ভাইদের পাতে অন্যান্য মিষ্টির পাশাপাশি সীতাভোগ,মিহিদানা থাকছেই। সকাল থেকেই বোনেরা ভিড় করছে মিষ্টির দোকানগুলোয়। সকলের একটাই মত, বর্ধমানের বিখ্যাত সীতাভোগ,মিহিদানা ছাড়া ভাইফোঁটা ভাবাই যায় না। অনেক ভাইদের দাবি,সীতাভোগ-মিহিদানা চাই । ব্যবসায়ীরা জানিয়েছেন, সীতাভোগ-মিহিদানার চাহিদা মিটাতে হিমশিম খাচ্ছেন তারা। ১৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে সীতাভোগ-মিহিদানা।