আসানসোল উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ভয় না পেয়ে অগ্নিমিত্রাকে ভোট দিতে বললেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের সঙ্গে অগ্নিমিত্রার সম্পর্ক কেমন মিঠুন জানালেন সেকথাও। অগ্নিমিত্রা পাল মানুষের সেবা করতে জানালেন, মিঠুন জানালেন সেকথাও।
আসানসোল উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ভয় না পেয়ে অগ্নিমিত্রাকে ভোট দিতে বললেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের সঙ্গে অগ্নিমিত্রার সম্পর্ক কেমন মিঠুন জানালেন সেকথাও। অগ্নিমিত্রা পাল মানুষের সেবা করতে চান, মিঠুন জানালেন সেকথাও। অগ্নিমিত্রা পালকে ভোট দেওয়ার অনুরোধ জানালেন মিঠুন। প্রসঙ্গত, ১২ এপ্রিল আসানসোলে লোকসভা উপনির্বাচন। এর আগে এই আসন থেকে দু'বার ভোটে দাঁড়িয়ে জয়ী হন বাবু সুপ্রিয়। এবার তিনি তৃণমূলের হয়ে বালিগঞ্জ থেকে ভোটে দাঁড়িয়েছেন। বাবুল সুপ্রিয়র সাংসদ পদ ছেড়ে দেওয়ার কারণেই এবার ভোট হচ্ছে সেখানে। সেখানে থেকে এবার বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পাল। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। এই অগ্নিমিত্রা পালের হয়ে মানুষের কাছে অনুরোধ মিঠুনের। একবার অগ্নিমিত্রাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মিঠুন। সেই সঙ্গেই মিঠুন জানিয়েঠছেন সব সময় সবাই তাঁকে যেকোনও প্রয়োজনে পাশে পাবে। মিঠুনও তাঁর হয়ে প্রচারে আসানসোলে যাবেন বলে জানিয়েছেন।