আর সিট নয় এবার তদন্ত করবে সিবিআই-রামপুরহাট কান্ডে নির্দেশ হাইকোর্টের

রামপুরহাটকাণ্ডে (Rampurhat Incident) সত্য উদঘাটনের প্রয়োজনে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। হাইকোর্টে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে রাজ্য (WB Govt)। শুক্রবার সকালে (Friday) রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতি (Chief Justice) প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (Division Bench)। তবে এই ঘটনায় রাজ্যের গঠন করা সিট (SIT) তদন্তের কাজ আর করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। 

রামপুরহাটকাণ্ডে সত্য উদঘাটনের প্রয়োজনে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। হাইকোর্টে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। কেস ডাইরিও জমা দিয়েছে। তবে স্থগিত নয়, এদিন রামপুরহাট মামলার রায় ঘোষণা করবে আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। অবশেষ শুক্রবার সকালে রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তবে এই ঘটনায় রাজ্যের গঠন করা সিট তদন্তের কাজ আর করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাটকাণ্ডের তদন্তের প্রাথমিক রিপোর্ট ৭ এপ্রিলের মধ্যে জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।

02:36'অস্মিকার প্রাণ বাঁচাতে সমস্ত রকম চেষ্টা করব', ছোট্ট মেয়ের পাশে এবার শুভেন্দু অধিকারী07:12‘মমতা পশ্চিমবঙ্গকে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে তুলোধোনা শুভেন্দু অধিকারীর08:16'একজোট না হলে, এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু01:42চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য হুগলিতে15:15'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' চরম বার্তা শুভেন্দুর03:02BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত03:14চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত রাণাঘাটের এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা03:23ছেলে দুষ্টুমি করছিল তাই রাগের বশে এ কী করে বসলেন! ভয়ঙ্কর স্বীকারোক্তি মায়ের03:09চিকিৎসায় গাফেলতির চরম পরিণতি! বিক্ষোভে ফেটে পড়লো পরিবার, থমথমে গোটা এলাকা04:24'মমতা যতদিন থাকবে, ধপধপ করে আরও বাড়ি ভেঙে পড়বে' বাঘাযতীনে বিস্ফোরক শুভেন্দু