সুন্দরবনে ঘূর্ণিঝড় বুলবুল বিধ্বস্তদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চোধুরীকে। শুক্রবার সকালে গদখালী এসে পৌঁছন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী। সেখানে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান দলীয় কর্মী, সমর্থকরা। এরপর লঞ্চে করে গোসাবার লাহিড়ীপুরে দিকে রওনা দেন দেবশ্রী। এদিকে মন্ত্রী আসছে জানতে পেরেই দয়াঘাট এলাকায় প্যাকার্ডে গো ব্যাক লিখে কালো পতাকা নিয়ে হাজির হন তৃণমূলকর্মীরা। এই ঘটনাকে ঘিরে দুই তরফের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিত সামলদিতে আসতে হয় পুলিশকে।
সুন্দরবনে ঘূর্ণিঝড় বুলবুল বিধ্বস্তদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চোধুরীকে। শুক্রবার সকালে গদখালী এসে পৌঁছন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী। সেখানে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান দলীয় কর্মী, সমর্থকরা। এরপর লঞ্চে করে গোসাবার লাহিড়ীপুরে দিকে রওনা দেন দেবশ্রী। এদিকে মন্ত্রী আসছে জানতে পেরেই দয়াঘাট এলাকায় প্যাকার্ডে গো ব্যাক লিখে কালো পতাকা নিয়ে হাজির হন তৃণমূলকর্মীরা। এই ঘটনাকে ঘিরে দুই তরফের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিত সামলদিতে আসতে হয় পুলিশকে।