একটি জমিতে কালীপুজোর আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ,ভাঙচুর এবং ইটবৃষ্টির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনার পাঁচরোখী গ্রামে। ঘটনায় আহত প্রায় পনেরোজন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাদনঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা গোপাল হালদারের দাবি, নিজের জায়গার উপরে বেশ কয়েক বছর ধরে কালীপুজো করে আসছেন তিনি। কিন্তু বেশ কয়েক মাস আগে ওই জায়গা দখল করার জন্য, ওই এলাকাতে পাঁচরোখী যুবক সংঘ নামে একটি ক্লাব তৈরি হয়। তা নিয়ে আদালতে মামলা চলছে।
অভিযোগ, এ দিন দু' পক্ষই কালীপুজো করবে বলে ওই জায়গায় উপস্থিত হলে, লাঠি, বাঁশ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন মহিলাও। বেশ কিছুক্ষণ ধরে সংঘর্ষ চলার পরে অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর একে অপরের প্রতি অভিযোগের আঙুল তুলেছে।