Nandigram Diwas: 'ওরাই পিঠে ছুরি মেরেছে', অধিকারী পরিবারকে বিঁধলেন কুণাল

প্রতি বছর ১০ নভেম্বর দিনটি নন্দীগ্রাম দিবস (Nandigram Diwas) হিসাবে পালিত হয়। এবছরও নন্দীগ্রামে ফুল দিয়ে সাজানো হল শহিদ বেদী। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয়। সকাল ১০ টায় এই অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh), সাংসদ দোলা সেন (Dola Sen) প্রমুখ। এছড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। নন্দীগ্রাম দিবসের স্মরণ সভায় বক্তব্য রাখেন কুণাল ঘোষ। নন্দীগ্রামে স্মরণ সভার মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari), শিশির অধিকারী (Sisir Adhikari) এবং অধিকারী পরিবারকে বিঁধলেন কুণাল ঘোষ। স্মরণ সভার মঞ্চে দাঁড়িয়ে অধিকারী পরিবারকে বিঁধলেন কুণাল। স্মরণ সভায় পুরনো প্রসঙ্গ তুলে এনে শিশির অধিকারীকে বিঁধলেন। 'ওরাই পিঠে ছুরি মেরেছে', বললেন কুণাল ঘোষ। সেই সঙ্গেই তিনি এদিন বলেন ওদের নন্দীগ্রাম থেকে উচ্ছেদ করে ছাড়ব।

প্রতি বছর ১০ নভেম্বর দিনটি নন্দীগ্রাম দিবস (Nandigram Diwas) হিসাবে পালিত হয়। এবছরও নন্দীগ্রামে ফুল দিয়ে সাজানো হল শহিদ বেদী। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয়। সকাল ১০ টায় এই অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh), সাংসদ দোলা সেন (Dola Sen) প্রমুখ। এছড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। নন্দীগ্রাম দিবসের স্মরণ সভায় বক্তব্য রাখেন কুণাল ঘোষ। নন্দীগ্রামে স্মরণ সভার মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari), শিশির অধিকারী (Sisir Adhikari) এবং অধিকারী পরিবারকে বিঁধলেন কুণাল ঘোষ। স্মরণ সভার মঞ্চে দাঁড়িয়ে অধিকারী পরিবারকে বিঁধলেন কুণাল। স্মরণ সভায় পুরনো প্রসঙ্গ তুলে এনে শিশির অধিকারীকে বিঁধলেন। 'ওরাই পিঠে ছুরি মেরেছে', বললেন কুণাল ঘোষ। সেই সঙ্গেই তিনি এদিন বলেন ওদের নন্দীগ্রাম থেকে উচ্ছেদ করে ছাড়ব।

04:50Nabadwip : গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ