অবশেষে অবসান ঘটল দীর্ঘ প্রতিক্ষার। ১৬ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেল করোনা টিকাকরণ। গোটা দেশের মতন হাওড়া জেলার আটটি জায়গায় তার ব্যবস্থা করা হয়েছে । যার মধ্যে হাওড়া জেলা হাসপাতাল অন্যতম । সকাল থেকেই ব্যস্ততা দেখা গেল চরমে । ইতিমধ্যেই প্রথম পর্যায়ে যে সমস্ত কভিদযোদ্ধাদের নাম এই টিকাকরণ প্রক্রিয়ায় নথিবদ্ধকরণ আছে তারা একেক করে আসতে শুরু করেছেন হাওড়া জেলা হাসপাতালে । মূলত স্বাস্থ্যকর্মীদের প্রথম পর্যায়ে দেওয়া হবে এই টিকা ।