গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঝালদার কংগ্রেস কাউন্সিলার-এর, ঘটনা ঘিরে তোলপাড়

গুলিবিদ্ধ হয়ে মৃত ঝালদার কাউন্সিলার তপন কান্দু। রাঁচিতে চিকিৎসা চলাকালীন মৃত্যু। পুরবোর্ড গঠনের আগেই ঝালদা পুরসভায় এমন ঘটনা। পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। রবিবার বিকেলে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে তোলপাড় পুরুলিয়া শহর।

গুলিবিদ্ধ হয়ে মৃত ঝালদার কাউন্সিলার তপন কান্দু। রাঁচিতে চিকিৎসা চলাকালীন মৃত্যু। পুরবোর্ড গঠনের আগেই ঝালদা পুরসভায় এমন ঘটনা। পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। রবিবার বিকেলে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে তোলপাড় পুরুলিয়া শহর। এই ঘটনায় পুলিশকেই দুষছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়কেও দুষতে ছাড়েননি তিনি। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। পৌরসভা নির্বাচনে এবার ঝালদা পৌরসভার ১২ টি আসনের মধ্যে কংগ্রেস ৫টি আসন দখল করে। এর মধ্যে ২নাম্বার ওয়ার্ড থেকে জয়ী হন কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং ১২ নাম্বার ওয়ার্ড থেকে জয়ী হন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। ঝালদা পৌরসভার স্বামী-স্ত্রীর জয়ে ঝালদায় অনেকটায় অক্সিজেন পেয়েছে কংগ্রেস। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এককভাবে ৫টি আসন দখল করে। এক জন নির্দল প্রার্থী জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর শাসকদল তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে দাঁড়ায় ৬টিতে। অন্যদিকে তৃণমূল থেকে টিকিট না পেয়ে ঝালদও পুরসভার ৮ নাম্বার ওয়ার্ড থেকে নির্দল থেকে জয়ী হন সোমনাথ কর্মকার। তিনি এখনও শাসক দল তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস কোথায় যোগদান করেননি। স্বাভাবিকভাবে ঝালদা পুরসভায় একক ভাবে কোন দলের বোর্ড গঠন প্রক্রিয়া ঝুলে রয়েছে। সন্দেহ করা হচ্ছে কংগ্রেস কাউন্সিলারকে গুলি কাণ্ডে বোর্ড গঠনের যোগ থাকতে পারে। 
 

05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু