গুলিবিদ্ধ হয়ে মৃত ঝালদার কাউন্সিলার তপন কান্দু। রাঁচিতে চিকিৎসা চলাকালীন মৃত্যু। পুরবোর্ড গঠনের আগেই ঝালদা পুরসভায় এমন ঘটনা। পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। রবিবার বিকেলে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে তোলপাড় পুরুলিয়া শহর।
গুলিবিদ্ধ হয়ে মৃত ঝালদার কাউন্সিলার তপন কান্দু। রাঁচিতে চিকিৎসা চলাকালীন মৃত্যু। পুরবোর্ড গঠনের আগেই ঝালদা পুরসভায় এমন ঘটনা। পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। রবিবার বিকেলে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে তোলপাড় পুরুলিয়া শহর। এই ঘটনায় পুলিশকেই দুষছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়কেও দুষতে ছাড়েননি তিনি। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। পৌরসভা নির্বাচনে এবার ঝালদা পৌরসভার ১২ টি আসনের মধ্যে কংগ্রেস ৫টি আসন দখল করে। এর মধ্যে ২নাম্বার ওয়ার্ড থেকে জয়ী হন কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং ১২ নাম্বার ওয়ার্ড থেকে জয়ী হন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। ঝালদা পৌরসভার স্বামী-স্ত্রীর জয়ে ঝালদায় অনেকটায় অক্সিজেন পেয়েছে কংগ্রেস। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এককভাবে ৫টি আসন দখল করে। এক জন নির্দল প্রার্থী জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর শাসকদল তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে দাঁড়ায় ৬টিতে। অন্যদিকে তৃণমূল থেকে টিকিট না পেয়ে ঝালদও পুরসভার ৮ নাম্বার ওয়ার্ড থেকে নির্দল থেকে জয়ী হন সোমনাথ কর্মকার। তিনি এখনও শাসক দল তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস কোথায় যোগদান করেননি। স্বাভাবিকভাবে ঝালদা পুরসভায় একক ভাবে কোন দলের বোর্ড গঠন প্রক্রিয়া ঝুলে রয়েছে। সন্দেহ করা হচ্ছে কংগ্রেস কাউন্সিলারকে গুলি কাণ্ডে বোর্ড গঠনের যোগ থাকতে পারে।