গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পানিহাটির কাউন্সিলর-এর। পানিহাটিতে কাউন্সিলরকে লক্ষ্য করে চলে গুলি। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ঘটে এই ঘটনা। ১ যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পানিহাটির কাউন্সিলর-এর। পানিহাটিতে কাউন্সিলরকে লক্ষ্য করে চলে গুলি। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ঘটে এই ঘটনা। ১ যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়ে ঘটনার মুহূর্তের ছবি। কাউন্সিলর অনুপম দত্ত-র মাথায় গুলি লাগে। রক্তাত্ব অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ইতিমধ্যেই ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সিসিটিভি দেখেই অপরাধীকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। সিসিটিভি ফুটেজে চিহ্নিত নীল জামা পরা যুবক। সূত্রের খবর, গুলি করে খুন করার পরই জামা বদলে স্থানীয় একটি জঙ্গলে লুকিয়ে পড়ে সে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে ঐ জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। তারপর সেখান থেকেই অমিত পন্ডিতকে স্থানীয় বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয়। খুনের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।