ভোটের দিন নির্ধারিত না হলেও জোর কদমে চলছে এখন ভোটের প্রস্তুতি। সেই সঙ্গেই বিধানসভা নির্বাচনের আগে এখন রাজনৈতিক তরজা চরমে। রাজনৈতিক দল গুলির মধ্যে চলছে এখন রীতিমতন কাদা ছোড়াছুড়ি। এবার আরও একবার তেমনই বাম পন্থীদের গলায় কটাক্ষের সুর। আসানসোল থেকে কলকাতায় আসছে বামপন্থীদের লং মার্চ। সেই লং মার্চেই দিদি ও মোদী -কে কটাক্ষ। 'দিদি-মোদী আর না', এই বলেই এগিয়ে চলল তাঁদের মিছিল।