ইডি-র হাতে গ্রেফতার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। SSC দুর্নীতি তদন্তে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার মুখ খুললেন বামফ্রন্টের সুজন চক্রবর্তী। তীক্ষ্ণ সমালোচনা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তিনি বলেন, খুব স্বাভাবিক কারণেই উনি গ্রেফতার হয়েছেন। 'পশ্চিমবঙ্গের মানসম্মান গেল'। 'এটা আনন্দের ব্যাপার নয়, দুঃখের ব্যাপার'। 'কারণ পশ্চিমবঙ্গের মানসম্মান ধূলিসাৎ করে দিয়েছেন কুলাঙ্গাররা'। 'মুখ্যমন্ত্রী নিজে সাধুপুরুষ নাকি?'
এদিন, এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন এড়িয়ে গেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তার জানা নেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। তবে পরে তিনি মেনে নেন গ্রেফতারির ঘটনা। তবে এই গ্রেফতারিতে বিধাসভায় কোন প্রভাব পড়বে না জানান তিনি।