ঘরের বাইরে লেখা কমরেড অনিল বিশ্বাস স্মৃতি ভবন। এক কালে এখানেই ছিল সিপিএমের পার্টি অফিস। দলীয় কর্মীদের যাতায়াত লেগেই থাকত সেখানে। মাঝে মধ্যেই দলীয় কর্মীদের বৈঠকও হত সেখানে।
ঘরের বাইরে লেখা কমরেড অনিল বিশ্বাস স্মৃতি ভবন। এক কালে এখানেই ছিল সিপিএমের পার্টি অফিস (CPM party office)। দলীয় কর্মীদের যাতায়াত লেগেই থাকত সেখানে। মাঝে মধ্যেই দলীয় কর্মীদের বৈঠকও হত সেখানে। এখন তবে সবটাই অতীত, এখন তবে জৌলুসহীন এই পার্টি অফিস। রাজ্যের ক্ষমতা হস্তচ্যুত হওয়ার পর থেকেই এই অবস্থা। সেখানে পাকা ছাদের তলায় রাখা হয় গরুর খাবার (cowshed)। শুধু গরুর খাবারই নয় থাকে গরুর পালও। এখন এমনই অবস্থা সিপিএমের কমিটির দফতরের। বারাসত (Barasat) দক্ষিণ লোকাল কমিটির দফতরের এমনই অবস্থা। এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, "ছোটবেলা থেকে দেখেছি এখানে সিপিএমের (CPM) বড়বড় নেতারা আসতেন। সিপিএমের ঝান্ডা উড়ত। বিরোধীদের কোনও অস্তিত্ব ছিল না। কিন্তু এখন সিপিএমের লোকও নেই, কেউ আসেন না।