বিহারের গঙ্গায় ভেসে থাকতে দেখা গিয়েছে শতাধিক মৃত দেহ। সেই একই ছবি দেখা গিয়েছে উত্তরপ্রদেশেও। সেই সব মৃত দেহ ভেসে আসতে পারে মালদহে। তাই নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র -কে। এরপরেই নড়েচড়ে বসে মালদহ জেলা প্রশাসন। নজরদারির জন্য সেখানে ইতিমধ্যেই ১০-১২ টি নৌকার ব্যবস্থা করা হয়েছে। লাশ ভেসে আসার সঙ্গে সঙ্গে যাতে তা সরিয়ে দেওয়া যায় তার জন্যই শুরু হয়েছে এই বিশেষ নজরদারি। মানিকচক,কালিয়াচক ২ এবং ৩ নং ব্লক আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ এড়াতে তাই গঙ্গা থেকে দূরে থাকার পরামর্শ। মালদহের মানিকচকে মাইক-প্রচার চালাল স্থানীয় প্রশাসন।