Uttarakhand death incident- উত্তরাখণ্ডে মৃতদের পরিবারের পাশে আইনমন্ত্রী মলয় ঘটক

উত্তরাখণ্ডের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্গাপুরের এক দম্পতি এবং রানীগঞ্জের বাসিন্দা এবং আসানসোলের (Asansol) একজন। উত্তরাখণ্ডের দুর্ঘটনায় শিল্পাঞ্চলের পাঁচ জনের মৃত্যু হয়। শনিবার তাদেরই বাড়িতে মৃতদেহ নিয়ে পৌঁছলেন আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। শনিবার দুপুরে দুর্গাপুরে দম্পতির বাড়ি এবং আসানসোলের মহিসিলার মৃতর বাড়ি যান তিনি। দুর্গাপুরে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল করর্পোরেশনের প্রশাসক অমর নাথ চট্টোপাধ্যায়। মন্ত্রী মলয় ঘটক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ উদ্যোগ নেয় রাজ্য সরকার। ঘটনাস্থল থেকে তাদের নিয়ে আসার ব্যবস্থা করাহয়। দমদম বিমান বন্দর থেকে মলয় ঘটক নিজে দায়িত্ব নিয়ে মৃতদেহ তাঁদের বাড়িতে পৌঁছন এবং তাদের পরিবারের সাঙ্গে দেখাও করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব রকমের সাহায্যের আশ্বাসও দেন তিনি। 

উত্তরাখণ্ডের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্গাপুরের এক দম্পতি এবং রানীগঞ্জের বাসিন্দা এবং আসানসোলের (Asansol) একজন। উত্তরাখণ্ডের দুর্ঘটনায় শিল্পাঞ্চলের পাঁচ জনের মৃত্যু হয়। শনিবার তাদেরই বাড়িতে মৃতদেহ নিয়ে পৌঁছলেন আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। শনিবার দুপুরে দুর্গাপুরে দম্পতির বাড়ি এবং আসানসোলের মহিসিলার মৃতর বাড়ি যান তিনি। দুর্গাপুরে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল করর্পোরেশনের প্রশাসক অমর নাথ চট্টোপাধ্যায়। মন্ত্রী মলয় ঘটক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ উদ্যোগ নেয় রাজ্য সরকার। ঘটনাস্থল থেকে তাদের নিয়ে আসার ব্যবস্থা করাহয়। দমদম বিমান বন্দর থেকে মলয় ঘটক নিজে দায়িত্ব নিয়ে মৃতদেহ তাঁদের বাড়িতে পৌঁছন এবং তাদের পরিবারের সাঙ্গে দেখাও করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব রকমের সাহায্যের আশ্বাসও দেন তিনি। 

05:21স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন04:08'বাংলাদেশের জন্য ভারতের ৫টা ড্রোনই যথেষ্ট', ইউনুসকে অন্তিম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর02:42'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে এসে মন্তব্য শুভেন্দুর04:50Nabadwip : গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির