কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বিক্ষোভ

কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। প্রায় কোটি টাকার প্রতারণার অভিযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার এর বিরুদ্ধেই বিক্ষোভ করেন গ্রহকরা। বেলঘরিয়া নন্দননগরে অবস্থিত এই কো-অপারেটিভ ব্যাঙ্কটি। ব্যাঙ্কের কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ।

বেলঘড়িয়া নন্দননগর অবস্থিত বেলঘড়িয়া কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে একটি সমবায় ব্যাঙ্কে প্রায় দুশো গ্রাহক নিয়মিত তাদের কষ্টার্জিত টাকা জমা রাখত ভবিষ্যতের কথা মাথায় রেখে। কেউ মেয়ের বিয়ে দেবেন বলে জমিয়েছিলেন তো কেউ অন্যকাজ জমিয়েছিলেন। অভিযোগ, ২০১৯ সালের শেষের দিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যাঙ্ক তালা লাগিয়ে দেয়। গাহকদের আরও অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলে তারা জানান ব্যাঙ্কের দুইজন কর্মচারির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ব্যাঙ্কের হিসেবে ঠিকমত মিলছিল না তাই। গ্রাহকদের অভিযোগ, প্রায় তিনবছর ধরে ব্যাঙ্ক এই রকম দাবি করে আসছে। এদিকে তারা তাদের সঞ্চিত অর্থ ফিরে পাচ্ছেন না। যারফলে নিদারুণ কষ্টে তারা দিন কাটাচ্ছে। যার কারণেই এদিন তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হন। যদিও ব্যাঙ্কের সম্পাদক গৌরাঙ্গ নাগ প্রতারণার ঘটনা অস্বীকার করেছেন। তার দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর দেখেন ব্যাঙ্কের দুইজন কর্মী হিসেবে গরমিল করছেন তখন তারা প্রশাসনের দ্বারস্থ হয়। বিষয়টি এখন আদালতে। আদালত যেই সিদ্ধান্ত দেবে সেইমত তারা ব্যবস্থা নেবে। 

03:32মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য কোন্নগরে06:42Kultali Tiger Update : টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য03:29টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য বারুইপুরে04:44Mid Day Meal : বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে03:39নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য বারাসাতে!10:01Santipur : সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে01:48টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার কানিং-এ04:00‘বাংলাদেশ সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ ইউনূস সরকারকে একহাত নিলেন নওশাদ সিদ্দিকী10:34Sonarpur : '৩ ফুট জায়গা দিলে ভালো হয়' সোনারপুরে প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন01:51বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়