কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। প্রায় কোটি টাকার প্রতারণার অভিযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার এর বিরুদ্ধেই বিক্ষোভ করেন গ্রহকরা। বেলঘরিয়া নন্দননগরে অবস্থিত এই কো-অপারেটিভ ব্যাঙ্কটি। ব্যাঙ্কের কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ।
বেলঘড়িয়া নন্দননগর অবস্থিত বেলঘড়িয়া কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে একটি সমবায় ব্যাঙ্কে প্রায় দুশো গ্রাহক নিয়মিত তাদের কষ্টার্জিত টাকা জমা রাখত ভবিষ্যতের কথা মাথায় রেখে। কেউ মেয়ের বিয়ে দেবেন বলে জমিয়েছিলেন তো কেউ অন্যকাজ জমিয়েছিলেন। অভিযোগ, ২০১৯ সালের শেষের দিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যাঙ্ক তালা লাগিয়ে দেয়। গাহকদের আরও অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলে তারা জানান ব্যাঙ্কের দুইজন কর্মচারির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ব্যাঙ্কের হিসেবে ঠিকমত মিলছিল না তাই। গ্রাহকদের অভিযোগ, প্রায় তিনবছর ধরে ব্যাঙ্ক এই রকম দাবি করে আসছে। এদিকে তারা তাদের সঞ্চিত অর্থ ফিরে পাচ্ছেন না। যারফলে নিদারুণ কষ্টে তারা দিন কাটাচ্ছে। যার কারণেই এদিন তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হন। যদিও ব্যাঙ্কের সম্পাদক গৌরাঙ্গ নাগ প্রতারণার ঘটনা অস্বীকার করেছেন। তার দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর দেখেন ব্যাঙ্কের দুইজন কর্মী হিসেবে গরমিল করছেন তখন তারা প্রশাসনের দ্বারস্থ হয়। বিষয়টি এখন আদালতে। আদালত যেই সিদ্ধান্ত দেবে সেইমত তারা ব্যবস্থা নেবে।