ভোর রাতে আগুনের কবলে ক্যামাক স্ট্রিটের পানশালা। মঙ্গলবার ভোর রাতে হঠাৎ ক্যামাক স্ট্রিটের 1/A ভিক্টোরিয়া টেরেসের এক পানশালার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন ওই বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষীরা। খবর যায় দমকল ও স্থানীয় শেক্সপিয়র সরণি থানায়। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন।
দ্রুততার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পানশালার যেখানে ফরেন লিকার (মদ) মজুত রাখা ছিল, সেই অংশে বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান দমকলের। তবে ভিতরে কেউ ছিল না বলে জানিয়েছেন দমকল আধিকারিক।