রবিবার ছিল জগদ্ধাত্রীপুজোর দশমী। বৃষ্টি মাথায় করেই এদিন জগদ্ধাত্রী ঠাকুর ভাসান দেখা গিয়েছে জেলায় জেলায়। এদিন দশমী পুজোর পর হয় দেবীর ভাসান। জগদ্ধাত্রীপুজোর দশমীতেই একে অন্য মেজাজে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। জগদ্ধাত্রীপুজোর দশমীতে ধুনুচি নাচে মাতলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রিষড়ার সংঘমিত্রা ক্লাবে ধুনুচি নাচ করলেন শ্রীরামপুরের সাংসদ।
রবিবার ছিল জগদ্ধাত্রীপুজোর দশমী। বৃষ্টি মাথায় করেই এদিন জগদ্ধাত্রী ঠাকুর ভাসান দেখা গিয়েছে জেলায় জেলায়। এদিন দশমী পুজোর পর হয় দেবীর ভাসান। জগদ্ধাত্রীপুজোর দশমীতেই একে অন্য মেজাজে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। জগদ্ধাত্রীপুজোর দশমীতে ধুনুচি নাচে মাতলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রিষড়ার সংঘমিত্রা ক্লাবে ধুনুচি নাচ করলেন শ্রীরামপুরের সাংসদ।