শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে সম্পত্তি বললেন দিলীপ ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারী নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য দিলীপ ঘোষের। এদিন দিলীপ ঘোষ বলেন, একুশে জুলাই মুখ্যমন্ত্রী নৈতিকতার কথা বলতে গিয়ে বলেছেন, আমাদের ধনবান নয়, হৃদয়বান হতে হবে। পার্টির থেকে দেশ বড়। আমার এমপিরা রিক্সা করে যাবে। কিন্তু রাজ্যজুড়ে স্করপিও কালচার চলছে। ৪ কোটি টাকার গাড়ি চড়েন কাউন্সিলর।' এতদিন পরে দেখা গেল একজন মন্ত্রীর ঘটনা প্রকাশ্যে আসার পরে একেও 'রাজনৈতিক প্রতিহিংসা'-র তকমা দেওয়া হচ্ছে বলে ঠোকেন দিলীপ ঘোষ। 'এটা হিমশৈলের চূড়া মাত্র' মন্তব্য দিলীপ ঘোষের।
শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে সম্পত্তি বললেন দিলীপ ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারী নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য দিলীপ ঘোষের। এদিন দিলীপ ঘোষ বলেন, একুশে জুলাই মুখ্যমন্ত্রী নৈতিকতার কথা বলতে গিয়ে বলেছেন, আমাদের ধনবান নয়, হৃদয়বান হতে হবে। পার্টির থেকে দেশ বড়। আমার এমপিরা রিক্সা করে যাবে। কিন্তু রাজ্যজুড়ে স্করপিও কালচার চলছে। ৪ কোটি টাকার গাড়ি চড়েন কাউন্সিলর।' এতদিন পরে দেখা গেল একজন মন্ত্রীর ঘটনা প্রকাশ্যে আসার পরে একেও 'রাজনৈতিক প্রতিহিংসা'-র তকমা দেওয়া হচ্ছে বলে ঠোকেন দিলীপ ঘোষ। 'এটা হিমশৈলের চূড়া মাত্র' মন্তব্য দিলীপ ঘোষের।