রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা। এর পরেই অভিষেকের স্ত্রী -কে নোটিশ দেয় সিবিআই। জিঞ্জাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে। এই নিয়েই মন্তব্য করেন দিলীপ ঘোষ। তীব্র ভাষায় কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। 'যে ভয় পায় লোকে তাকেই ভয় দেখায়', এমন কথাই বলতে শোনা গেল তাঁকে। এছাড়াও তিনি আরও বলেন, ওনার যদি কোনো গন্ডগোল না থাকে তাহলে সোজাসুজি গিয়ে বলে আসবেন।