কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে জয়পুরের ময়নাপুরের বাজারে একটি সভার আয়োজন করেছিল বিজেপি সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেই সভাতেই দিদিকে নিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেখানে তিনি বলেন, এই বছর দুর্গাপুজা, লক্ষীপুজোতে আনন্দ করতে পারিনি এবং কালিপুজোতে আনন্দ করতে পারবনা। তবে মে মাসে দিদির বিসর্জন, ধুমধাম করে সেই আনন্দ উতসব পালন করব। এই দিনের সভায় দাড়িয়ে দিলীপ বাবু বলেন, এই বাংলায় দিদি গুন্ডা ও উগ্রপন্থীদের আশ্রয় দিচ্ছেন। এই সব গুন্ডামি এবং উগ্রপন্থীদের আমরা বুঝে নেব। এদের প্রত্যেককে জেলের ভাত খাওয়াবো, কেউ বাদ যাবে না। সেই সঙ্গেই কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কথা ও উন্নয়নের কথা তুলে ধরে আসন্ন বিধানসভা নির্বাচনের দলের এক প্রস্থ প্রচার সেরে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।