হাওড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি পদযাত্রা। পদযাত্রায় পা মেলালেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে মিছিল শুরু হয়। মিছিল গিয়ে শেষ হয় হাওড়া ময়দানে। অরূপ রায় পদযাত্রার মাঝেই নানান তথ্য তুলে ধরেন। তিনি জানান, তৃণমূলের একটি রিপোর্ট কার্ড তৈরি হয়েছে। সেই কার্ড মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতেই এই কর্মসূচি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বিজেপি নিজেই দলের নেতাদের ওপর হামলা করে খবরের শিরোনামে আসার চেষ্টা করছে।