এসএসসি দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি আধিকারিকরা। রাজ্যজুড়ে একসঙ্গে ১৩টি জায়গায় চলছে ED-র তল্লাশি। এই প্রতিনিধিদলের সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED-র আধিকারিকরা পৌঁছায়। এর পাশাপাশি বাগদায় চন্দন মণ্ডলের বাড়িতে ED-র হানা।
টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত চন্দন মন্ডলের বাড়িতে ED-র হানা। শুক্রবার সকাল নটায় উত্তর ২৪ পরগণার বাগদার বাড়িতে ED-র হানা। ED-র পাঁচ জনের একটি প্রতিনিধি দল চন্দন মন্ডলের বাড়িতে আসে। এই প্রতিনিধিদলের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্ত চন্দন মন্ডলের বাড়ি তালা বন্ধ ছিল। পরে ED-র প্রতিনিধিদল ফিরে যায়।