একদিকে হাতির হানায় মৃত্যু। অন্যদিকে হাতির দলের তান্ডব। নকশালবাড়ির বিভিন্ন স্থানে হাতির তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ।
একদিকে হাতির হানায় মৃত্যু। অন্যদিকে হাতির দলের তান্ডব। নকশালবাড়ির বিভিন্ন স্থানে হাতির তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ। এবার জীবন বাঁচাতে বাচ্চা নিয়ে ভেগে জীবণ বাঁচাল পরিবার! নকশালবাড়ির রঘুজোতে হাতির আক্রমণের বাঁচল গোটা পরিবার। রাত ১টায় ৪০-৫০টি হাতির দল নকশালবাড়ি ও সংলগ্ন বর্তী খড়িবাড়ির বিভিন্ন এলাকায় তান্ডব শুরু করার পর রঘুজোতে দুলাল বর্মনের বাড়িতে তান্ডব চালায়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বাসনপত্র এমনকি বাড়ির টিনের দেওয়াল, ছাঁদ ও বাথরুম ভেঙে চুরমার করে দেয় হাতির দল। সঙ্গে মজুদ করা খাবার ও ধানের খেতে বেলাগাম তান্ডব চালায়। সুনিতা বর্মন জানান, ৪০টি হাতির দল ঘরে আসতেই ভেগে পালিয়ে যাই। ঘরে জিনিশপত্র ভেঙে শেষ করে দেয়। পরে হাতির দল ভাঙার পর রাতে ফাঁকা ঘরেই জীবন কাটিয়েছি পরিবারের সদস্যদের নিয়ে। কিভাবে ঠিক হবে এইসব কোনো কূল পাচ্ছেন না তিনি। বনবিভাগের সহযোগিতা পাননি বলে তিনি জানান।