দলছুট হয়ে পড়েছিল হস্তীশাবক। তাকে ফেলেই এগিয়ে গিয়েছিল দলের বড়রা। কিন্তু মন মানছিল না মায়ের। শাবকের খোঁজে ডুয়ার্সের চা বাগানে তন্ন তন্ন করে খুঁজছিল সে। অবশেষে এলাকার বাসিন্দারাই শাবককে উদ্ধার করে মায়ের দিকে এগিয়ে দিলেন। শাবককে ফিরিয়ে নিলেও ভয় পেয়ে উল্টে স্থানীয় বাসিন্দাদেরই তাড়া করে মা হাতিটি। পরে অবশ্য শাবককে নিয়েই জঙ্গলে ফিরে যায় মা হাতিটি।
রবিবার সকাসে রানিচেরা চা বাগানের আশপাশ দিয়ে আটটি হাতির দল ঘোরাফেরা করতে থাকে। তখনই বাগানের ভিতরে থেকে যায় একটি হস্তী শাবক। দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে। হস্তী শাবকের চিৎকার শুনে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই শাবকটিকে মায়ের দিকে এগিয়ে দেন। যদিও এই কাজ যথেষ্টই ঝূকিপূর্ণ ছিল। এর মধ্যে হাতির পাল দেখে জনতা ছোটাছুটি করলে হাতির পাল তাঁদেরকে ধাওয়া করে। পরে মাল স্কোয়াডের বন দফতরের কর্মীরা হাতির পালকে ভুট্টাবাড়ির জঙ্গলে ফিরিয়ে দেয়। যদিও ওই শাবকটি এবং তার মা পরে ফের দলছুট হয়ে পড়ে। কারণ মানুষের সংস্পর্শে আসায় শাবকটিকে সঙ্গে রাখতে চায়নি দলের বাকি হাতিরা।