পাতকুয়োয় হস্তি শাবক। বেসামাল হয়ে কুয়োয় পড়ে যায় শাবকটি। ঝাড়গ্রামের ডালকাটি গ্রামের ঘটনা। বনদপ্তর এবং গ্রামবাসীদের চেষ্টায় তোলা হয় হাতিটিকে। প্রসঙ্গত গভীর রাতে ৫০ টি হাতির একটি গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছিল সেই সময়েই হস্তি শাবকটি কুয়োর মধ্যে পড়ে যায়। হাতির দল তাকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে গ্রামে তান্ডব চালায়। পরে ভোর বেলা গ্রামবাসী এবং বনদপ্তরের কর্মীদের চেষ্টায় হাতিটিকে সেখান থেকে উদ্ধার করা হয়।