দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের ওপর আক্রমণ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সরকারকে দায়ী করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দাবি, রাজ্যের পরিস্থিতি যে জায়গা পৌঁছেছে তাতে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের ওপর আক্রমণ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সরকারকে দায়ী করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দাবি, রাজ্যের পরিস্থিতি যে জায়গা পৌঁছেছে তাতে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে। রাজ্যের মানুষ তৃণমূলের সরকারকে ১৯শে ইতিমধ্যেই হাফ করে দিয়েছে। ২১শে পুরোপুরি সাফ করে দেবে। মঙ্গলবার গান্ধী সংকল্প যাত্রায় এই মন্তব্য করেন এই বিজেপি নেতা। গত ১৫ অক্টোবর থেকে রাজ্যে গান্ধী সংকল্প যাত্রা শুরু করেছে বিজেপি। চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। সেই উপলক্ষে আসানসোলে বিশাল শোভাযাত্রায় অংশ নেন আসানসোলের বিজেপি সাংসদ।