আর বাড়ি ফরবে না কামিরুদ্দিনরা, মুর্শিদাবাদের সাগরদিঘিতে এখন কেবল নিকষ অন্ধকার

মঙ্গলবার সারা দেশ যখন মেতেছে ভাইফোঁটায়, ভাইয়েদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা তখনও কাশ্মীরের কুলগামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। 

মঙ্গলবার সারা দেশ যখন মেতেছে ভাইফোঁটায়, ভাইয়েদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা তখনও কাশ্মীরের কুলগামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। প্রতিবছর আপেল চাষের সময় এরাজ্য থেকে কাশ্মীরে যায় প্রচুর শ্রমিক। তাদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগর গ্রামের মুরসালিম শেখ, কামিরুদ্দিন শেখ, শেখ মহম্মদ রফিক, শেখ নিজামুদ্দিন এবং মহম্মদ রফিক শেখ। এবছর কাশ্মীরে অশান্তি চলতে থাকায় অনেকেই আর রোজগারের জন্য ওদিকে পা বারাননি। কিন্তু শেষমুহুর্তে ঝুঁকি নিয়েছিলেন কামিরুদ্দিনরা। তারই মাশুল গুনতে হল মুর্শিদাবাদের তরতাজা ৫ যুবককে। খবর এসে পৌঁছতেই চোখের জল বাঁধ মানছে না পরিজনদের মধ্যে। মুহুর্তে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। মঙ্গলবার ঘটনা নিয়ে গত ২ সপ্তাহে মোট ১১ জন অকাশ্মীরিকে খুন করল জঙ্গিরা। গত ১৪ অক্টোবর থেকে উপত্যকায় বেড়েছে জঙ্গি হামলা। এর আগে অনন্তনাগ ও সোপিয়ানেও ঘটেছে হামলার ঘটনা।
 

02:27পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য বীরভূমে04:05Murshidabad : আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন তৃণমূল বুথ কর্মী, দেখুন ভিডিও02:10South 24 Parganas News: প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি03:52Suvendu Adhikari : 'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর10:23'উল্টো ঝুলিয়ে সোজা করব' এগরার জনসভায় এসে কাকে বললেন শুভেন্দু অধিকারী?05:23Canning : ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি05:39‘বাংলাদেশকে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ10:37কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন শুভেন্দু, শুনলে চমকে উঠবেন03:53‘পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকারের মুখোশ মমতা’ শুভেন্দুর ঝাঁঝালো তোপ মমতাকে04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত