বুলবুলের ফলে অতিবৃষ্টিতে জলের ঢুকেছে বসিরহাট মহকুমার কয়েকশো বিঘা ধানের জমিতে। যার ফলে নষ্ট হয়েছে শীতকালীন ধান ও ফসল। মাথায় হাত পড়েছে কৃষকদের। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে জেলাশাসককে জানিয়েও মেলেনি সুরাহা। এই পরিস্থিতিতে সোমবার সকালে চাষিরা হসিরহাট ন্যাজাট রোড অবরোধ করে। হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন রাস্তা অবরোধ করে প্রায় হাজার খানেক কৃষক। যার জেরে মাল়্চ রোড ও ন্যাজাট রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বসিরহাট থানার পুলিশ গিয়ে কৃষকদের বোঝানোর চেষ্টা করে। পরে সেচ দফতর জমি থেকে জল বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন কৃষকরা।
বুলবুলের ফলে অতিবৃষ্টিতে জলের ঢুকেছে বসিরহাট মহকুমার কয়েকশো বিঘা ধানের জমিতে। যার ফলে নষ্ট হয়েছে শীতকালীন ধান ও ফসল। মাথায় হাত পড়েছে কৃষকদের। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে জেলাশাসককে জানিয়েও মেলেনি সুরাহা। এই পরিস্থিতিতে সোমবার সকালে চাষিরা হসিরহাট ন্যাজাট রোড অবরোধ করে। হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন রাস্তা অবরোধ করে প্রায় হাজার খানেক কৃষক। যার জেরে মাল়্চ রোড ও ন্যাজাট রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বসিরহাট থানার পুলিশ গিয়ে কৃষকদের বোঝানোর চেষ্টা করে। পরে সেচ দফতর জমি থেকে জল বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন কৃষকরা।