নজরুল মঞ্চে কোনও অব্যবস্থা ছিল না, এসি সব ঠিক ছিল। প্রয়োজনের থেকে বেশি মানুষ ঢুকে পড়েছিল অডিটোরিয়ামে। সমস্ত দরজা খুলে দিতে হয়েছিল বিপজ্জনক পরিস্থিতি এড়াতে। কেকে-র প্রয়াণে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ জানিয়েছেন যুব সমাজের কাছে কেকে-র জনপ্রিয়তা বিপুল
নজরুল মঞ্চে কোনও অব্যবস্থা ছিল না, এসি সব ঠিক ছিল। প্রয়োজনের থেকে বেশি মানুষ ঢুকে পড়েছিল অডিটোরিয়ামে। সমস্ত দরজা খুলে দিতে হয়েছিল বিপজ্জনক পরিস্থিতি এড়াতে। কেকে-র প্রয়াণে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ জানিয়েছেন যুব সমাজের কাছে কেকে-র জনপ্রিয়তা বিপুল
যার জেরে পাগলের মতো যুবক-যুবতী, তরুণ-তরুণীরা ভিড় করেছিল। এরা সকলেই নিরিহ সহ ছাত্র-ছাত্রী, এদের উপর পুলিশি দমন সম্ভব ছিল না। নজরুল মঞ্চের সমস্ত এসি একদম ঠিক রয়েছে, কোনও এসি খারাপ ছিল না। সংবাদমাধ্যমের সামনে দাবি করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কেকে-র প্রয়াণ অত্যন্ত দুঃখজনক বলেই মনে করছেন ফিরহাদ হাকিম।