করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ। ২১ এপ্রিল সকালে বাড়িতে তাঁর জীবনাবসান হয়। ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে শোকের ছায়া সাহিত্য জগতে। তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন ফিরহাদ হাকিম। কবিকে দেখতে ছুটে গিয়েছিলেন তাঁর বাড়িতে। তাঁর পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন। পরিবারের সকেলর মঙ্গল কামনাও করেছেন তিনি।