জলঢাকা নদী থেকে উদ্ধার হল ৪৭ কেজির বাঘারি মাছ। মৎস্যজীবী ভোরে জলঢাকা নদীতে মাছ ধরতে নেমেছিল। কিছুক্ষণের মধ্যেই বড় মাপের মাছ ধরা পড়ে। পরে ৬০০ টাকা কিলো দরে জলঢাকা বাজারে বিক্রি হয় মাছটি। অতিকায় এই মাছ কিনতেই ভিড় জমে যায় বাজারে।অতিকায় এই মাছের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।