রাজ্যপাল যে দার্জিলিং যাচ্ছেন সে কথা আগেই জানা গিয়েছিল। তবে তার আগে ২৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের কথা ছিল তাঁর। সেই মতই ২৮ অক্টোবর বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। ৩০ তারিখ দিল্লি থেকে কলকাতায় ফিরেই চলে যাবেন দার্জিলিং কথা ছিল তাঁর। আর সেই দার্জিলঙে পথেই দেখা গেল তাঁকে। কড়া নিরাপত্তায় শিলিগুড়িতে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর সেখান থেকেই তিনি চলে যাবেন দার্জিলিং। তারপর সেখানেই রাজ্যপাল ভবনে কাটবে তাঁর নভেম্বর মাসটা। তবে তিনি একা নন সঙ্গে আছেন তাঁর স্ত্রী। সেখানে নাকি সস্ত্রীক ছুটি কাটাবেন তিনি। তবে ইতিমধ্যেই তাঁর দার্জিলিং সফর নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা-কল্পনা। কিছুদিন আগেই বিমল গুরুংকে কলকাতায় দেখা গিয়েছিল। আর তার পরেই রাজ্যপালের দার্জিলিঙে ছুটি কাটাতে যাওয়ার কথা শোনা যায়। আর সেই কারণেই এর রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা-কল্পনা।