হাঁটতে তিনি বরাবরই ভালোবাসেন। রাজ্যেই কথাই তো ছেড়ে দেন, যখন রাজ্যের বাইরে, এমনকী বিদেশেও যান, তখনও সকাল কিংবা বিকেলে নিয়ম করে হাঁটতে বেরোন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটতে হাঁটতে জনসংযোগের কাজটাও সেরে নেন তিনি। আর হাঁটায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় সরকারি আধিকারিকদের। ফের তেমনই ঘটনা ঘটল। এখন উত্তরঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সরকারি আধিকারিকদের সঙ্গে কার্শিয়ং-এর পাহাড়ি পথে যাথরীতি হাঁটতেও বেরিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় আড়াই কিমি পথ হাঁটতে গিয়ে নাজেহাল হতে হয় আধিকারিকদের। একসময়ে পরিস্থিতি এমন হয় যে, সরকারি আধিকারিকদের রীতিমতো দৌড়েও দেখা যায়।