ভাত, ডিম, দু'রকম ভাজা, পায়েস... অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের অন্নপ্রশাসনে এলাহি আয়োজন। এমনই ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানে আউশগ্রামে। শুক্রবার রাজ্য সরকারের উদ্যোগে এলাকার সাতজন শিশু প্রথম ভাত খেল স্থানীয় দিকনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শিশুদের মুখে খাবার তুলে দিলেন জয়েন্ট বিডিও-সহ দু'জন প্রশাসনিক আধিকারিক ও আউশগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। জানা গিয়েছে, এবার থেকে প্রতি তিন মাস অন্তর স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের অন্নপ্রশাসনের আয়োজন করা হবে সরকারি উদ্য়োগে। প্রশাসনিক আধিকারিরা জানিয়েছেন, ছয়মাস বয়সে পরেও যদি কোনও শিশু শুধু মাতৃদুগ্ধ পান করে, সেক্ষেত্রে অপুষ্টি আশঙ্কা থাকে। শিশুদের সঠিক খাদ্যাভাস গড়ে তোলা নিয়ে সচেতনতা বাড়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রশাসন দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।