Protest rally in Nandigram- বাংলাদেশের সনাতনীদের মঙ্গল কামনায় মহা মিছিলের শেষে মহাযজ্ঞ নন্দীগ্রামে

বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদ চলছে রাজ্যে। তারই প্রতিবাদে আবারও মহামিছিল। নন্দীগ্রামের (Nandigram) তেখালি থেকে মহেশপুর পর্যন্ত হয় মহামিছিল। হরিনাম সংকীর্তন করে চলে মহামিছিল। এরপর নন্দীগ্রামের মহেশপুরে হরি মন্দির মাঠে হয় মহাযজ্ঞ। মহেশপুরে হরি মন্দির মাঠে বাংলাদেশের সনাতনীদের রক্ষার জন্য হয় মহাযজ্ঞ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় বাংলাদেশের বাঙালীদের উপর হামলা চালানো হয়। শুধু তাই নয় সেখানে ইসকনের মন্দিরে ঢুকে ভাঙচুর চলে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বাংলায় শুরু হয় প্রতিবাদ। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দফায় দফায় চলতে থাকে সেই প্রতিবাদ। নন্দীগ্রামের রাস্তায় প্রতিবাদ মিছিলেও দেখা গিয়েছে তাঁকে। আরও একবার এই ঘটনার প্রতিবাদ করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এই ঘটনার প্রতিবাদে সোমবার নন্দীগ্রামের রাস্তায় হরিনাম সংকীর্তন করে চলে মহামিছিল। তারপরে মিছিল শেষে হয় মহাযজ্ঞ। বিশাল যজ্ঞের আয়োজন ছিল সেখানে। সেখানে উপস্থিত ছিলেন বহু মানুষ। বাংলাদেশের হিন্দুদের মঙ্গল কামনাতেই হয় এই মহাযজ্ঞ।
 

বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদ চলছে রাজ্যে। তারই প্রতিবাদে আবারও মহামিছিল। নন্দীগ্রামের (Nandigram) তেখালি থেকে মহেশপুর পর্যন্ত হয় মহামিছিল। হরিনাম সংকীর্তন করে চলে মহামিছিল। এরপর নন্দীগ্রামের মহেশপুরে হরি মন্দির মাঠে হয় মহাযজ্ঞ। মহেশপুরে হরি মন্দির মাঠে বাংলাদেশের সনাতনীদের রক্ষার জন্য হয় মহাযজ্ঞ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় বাংলাদেশের বাঙালীদের উপর হামলা চালানো হয়। শুধু তাই নয় সেখানে ইসকনের মন্দিরে ঢুকে ভাঙচুর চলে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বাংলায় শুরু হয় প্রতিবাদ। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দফায় দফায় চলতে থাকে সেই প্রতিবাদ। নন্দীগ্রামের রাস্তায় প্রতিবাদ মিছিলেও দেখা গিয়েছে তাঁকে। আরও একবার এই ঘটনার প্রতিবাদ করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এই ঘটনার প্রতিবাদে সোমবার নন্দীগ্রামের রাস্তায় হরিনাম সংকীর্তন করে চলে মহামিছিল। তারপরে মিছিল শেষে হয় মহাযজ্ঞ। বিশাল যজ্ঞের আয়োজন ছিল সেখানে। সেখানে উপস্থিত ছিলেন বহু মানুষ। বাংলাদেশের হিন্দুদের মঙ্গল কামনাতেই হয় এই মহাযজ্ঞ।
 

05:21স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন04:08'বাংলাদেশের জন্য ভারতের ৫টা ড্রোনই যথেষ্ট', ইউনুসকে অন্তিম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর02:42'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে এসে মন্তব্য শুভেন্দুর04:50Nabadwip : গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির
Read more