শিলিগুড়ি শহর জুড়ে শিলাবৃষ্টি। আগামী ৭২ ঘন্টায় থাকছে সেখানে বৃষ্টির সম্ভবনা। দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা নতুন করে আর বাড়ার কোনও সম্ভবনা নেই। তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে, কালিংপং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী 72 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভবন।