রায়গঞ্জের রাজপথে এ কেমন ভূতের টহলদারি, ভয় দেখিয়ে দিল চকোলেট


উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে মাঝরাতে হঠার হানা দিলেন তেনারা। রাজপথে ঘুরে বেড়ালেন। বাড়ি ফিরতি জনতাকে ভয়ও দেখালেন। তারপর সকলের হাতে তুলে দিলেন চকোলেট।  হঠাৎ করে শহরের মাঝে এভাবে ভূতের দেখা পেয়ে বেশ কিছুটা ভড়কে যান পথচারীরা। 

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে মাঝরাতে হঠার হানা দিলেন তেনারা। রাজপথে ঘুরে বেড়ালেন। বাড়ি ফিরতি জনতাকে ভয়ও দেখালেন। তারপর সকলের হাতে তুলে দিলেন চকোলেট।  হঠাৎ করে শহরের মাঝে এভাবে ভূতের দেখা পেয়ে বেশ কিছুটা ভড়কে যান পথচারীরা। তবে অল্প সময়ের মধ্যেই ভাঙল ভুল। আসলে হ্যালোইন উপলক্ষে সেজেগুজে পথে নেমেছিলেন কয়েকজন উৎসাহী। যাদের মধ্যে হাজির ছিল খুদেরাও। মানুষকে আনন্দ দিতেই এই উদ্যোগ বলে জানান ভূতের দলের নেত্রী মহুয়া ঘোষ। প্রতিবছরই  হ্যালোইনের দিন এভাবেই ভূত সেজে বেড়োন তাঁরা। তবে এরম বন্ধু বৎসল ভূত পেয়ে বেশায় খুশি রায়গঞ্জ শহরের মানুষ। 

08:16'একজোট না হলে, এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু01:42চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য হুগলিতে15:15'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' চরম বার্তা শুভেন্দুর03:02BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত03:14চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত রাণাঘাটের এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা03:23ছেলে দুষ্টুমি করছিল তাই রাগের বশে এ কী করে বসলেন! ভয়ঙ্কর স্বীকারোক্তি মায়ের03:09চিকিৎসায় গাফেলতির চরম পরিণতি! বিক্ষোভে ফেটে পড়লো পরিবার, থমথমে গোটা এলাকা04:24'মমতা যতদিন থাকবে, ধপধপ করে আরও বাড়ি ভেঙে পড়বে' বাঘাযতীনে বিস্ফোরক শুভেন্দু03:31জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য কানিং-এর বাসন্তীতে03:19ফের উত্তপ্ত! BGB-কে তাড়া করল গ্রামবাসীরা, ছুটে আসলো BSF | India Bangladesh | Malda | Bangla News