বুধবার রাতে কলকাতায় আসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দু'দিনের রাজ্য সফরে এসেছেন তিনি। বুধবার রাত ৯ টা ৫ মিনিট নাগাদ তিনি কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান। রীতিমতন ঢাক-ঢোল পিটিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির নেতা ও মন্ত্রীরা। সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়, কৈলাশ বিজয় বর্গীয়, দিলীপ ঘোষ। এবার কলকাতা থেকেই তিনি পৌঁছে গেলেন বাঁকুড়ায়। হেলিকপ্টরে করে তাঁকে সেখানে পৌঁছাতে দেখা গিয়েছিল আগেই। এবার সেখানে গিয়েই বিরশা মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেন তিনি। সেই সঙ্গেই চলল আরও নানান অনুষ্ঠান। বাঁকুড়ার আদিবাসী প্রধান চতুরডিহি গ্রামে বিজেপি কর্মী বিভীষণ হাঁসদার বাড়িতে থাকবেন তিনি। আর সেখানেই মধ্যাহ্নভোজনও সারবেন তিনি। পরে আবারও কলকাতায় ফিরে আসবেন তিনি। কলকাতায় ফিরে তাঁর বেশ কিছু বৈঠক করারও কথা আছে তাঁর।