পরকীয়ায় বাধা, গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার পোলেরহাটে। ঘটনার পর থেকেই পলাতক মহিলার স্বামী আরশেদ আলী মোল্লা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত মহিলার স্বামীর খোঁজ শুরু করেছে পুলিশ।
ত্রিকোণ প্রেমের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার পোলেরহাটে। মৃত গৃহবধূর নাম মরিয়ম বিবি(৩৫)। প্রায় ১৫ বছর আগে আরশেদ আলী মোল্লার সঙ্গে বিয়ে হয় মরিয়ম বিবির। দুই কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান নিয়ে দিব্যি সংসার চলছিল। কিন্তু আরশেদ আলী মোল্লার অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই ঘটনা মরিয়ম বিবি জানতে পারে। এই নিয়ে প্রায় অশান্তি হত নিজেদের মধ্যে। শনিবার সকালে মরিয়ম বিবি উঠছে না দেখে তার ছেলে মেয়েরা ডাকতে যায়। কিন্তু কোনো সাড়া না মেলায় প্রতিবেশীদের ডেকে আনে। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক আরশেদ আলী মোল্লা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরশেদ আলীর প্রেমিকাকে স্থানীয় বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।