এনআরসি নিয়ে মন্তব্য, নিজেই নিজের অস্বস্তি বাড়ালেন বিপ্লব দেব।ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, এনআরসি নিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। মানুষকে বুঝতে হবে,এনআরসি-তে লোকসান হলে আমিও তো চলে যাব।
এনআরসি নিয়ে মন্তব্য, নিজেই নিজের অস্বস্তি বাড়ালেন বিপ্লব দেব। খোদ তাঁর নামেই লেগেছে 'অনুপ্রবেশকারীর তকমা'। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসার পরই বিপ্লব দেবের বিরুদ্ধে 'অনুপ্রবেশের' অভিযোগ করেছেন বিরোধীরা। এবার হাসির ছলে সেই অভিযোগের উত্তর দিলেন ত্রিপুরা বিজেপির পোস্টার বয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, এনআরসি নিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। মানুষকে বুঝতে হবে,এনআরসি-তে লোকসান হলে আমিও তো চলে যাব। হাসির ছলে এই কথা বলে খোদ নিজের নামে ওঠা অভিযোগকেই জিইয়ে রাখলেন মুখ্য়মন্ত্রী। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারের শেষ দিনে রাজ্য সরকার বিপ্লব দেবের রোড র্যালি বানচাল করার চক্রান্ত করেছে। শনিবার এমনই অভিযোগ করেছে বিজেপি।