ম্যানগ্রোভ রক্ষা করতে সুন্দরবনের নদীর পাড়ে জালের বেড়া। ভবিষ্যতে সুন্দরবনকে রক্ষা করবে ম্যানগ্রোভ। তাই শুধু বেশি করে ম্যানগ্রোভ রোপণ করলেই হবেনা, তাকে সঠিক ভাবে বাঁচাতে হবে। বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘিরে দেওয়া হল প্রকল্পের এলাকা। কারণ, গবাদি পশুরা এই গাছ গুলোকে খেয়ে নেয়। ম্যানগ্রোভকে বাঁচাতে উদ্যোগ নিল সন্দেশখালির স্বেচ্ছাসেবী সংগঠন। সঙ্গে কেন্দ্র সরকার অধীনস্থ গ্যাস ও তেলের সংস্থা ওএনজিসি। সন্দেশখালি ১নং ব্লকের সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের ডাঁসা নদীর পাড়ে ম্যানগ্রোভ বসানোর কাজ চলছে। রয়েছে ক্যাঁওড়া, গরান ও সুন্দরীর মতো একাধিক ম্যানগ্রোভ। এই প্রকল্পের এলাকা বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘিরে দেওয়া হল।
ম্যানগ্রোভ রক্ষা করতে সুন্দরবনের নদীর পাড়ে জালের বেড়া। ভবিষ্যতে সুন্দরবনকে রক্ষা করবে ম্যানগ্রোভ। তাই শুধু বেশি করে ম্যানগ্রোভ রোপণ করলেই হবেনা, তাকে সঠিক ভাবে বাঁচাতে হবে। বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘিরে দেওয়া হল প্রকল্পের এলাকা। কারণ, গবাদি পশুরা এই গাছ গুলোকে খেয়ে নেয়। ম্যানগ্রোভকে বাঁচাতে উদ্যোগ নিল সন্দেশখালির স্বেচ্ছাসেবী সংগঠন। সঙ্গে কেন্দ্র সরকার অধীনস্থ গ্যাস ও তেলের সংস্থা ওএনজিসি। সন্দেশখালি ১নং ব্লকের সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের ডাঁসা নদীর পাড়ে ম্যানগ্রোভ বসানোর কাজ চলছে। রয়েছে ক্যাঁওড়া, গরান ও সুন্দরীর মতো একাধিক ম্যানগ্রোভ। এই প্রকল্পের এলাকা বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘিরে দেওয়া হল।