কলকাতার রবীন্দ্র সরোবরে জাতীয় পরিবেশ আদালতের নিষেধাজ্ঞাকে উড়িয়ে ছট পুজোর আয়োজন হয়েছে। সেখানে পুলিশের দেখা মেলেনি। এবার জলপাইগুড়িতে সরকারি রক্ষণাবেক্ষণে থাকা পার্কের মধ্যেই ছট পুজো উপলক্ষে বৃহন্নলাদের দিয়ে চটুল নাচের আয়োজন করা হল। প্রকাশ্যেই দীর্ঘক্ষণ ধরে চলল অশ্লীল নাচের আসর। জলপাইগুড়ির রাজবাড়ির দিঘিতে ওই অনুষ্ঠান হয়। বেসরকারি মালিকানাধীন হলেও ওই দিঘি এবং সংলগ্ন এলাকা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। গত বছরই দিঘি এবং তার সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন করেছিল এসজেডিএ। পর্ষদের সভাপতি এবং প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মণের অবশ্য দাবি, ওই ধরনের অশ্লীল নাচের আসর বসানোর কোনও অনুমতি এসজেডিএ থেকে দেওয়া হয়নি।
শনিবার রাতে অনুষ্ঠিত অশ্লীল নাচের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই জলপাইগুড়ি জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ছট পুজোর আয়োজনের দায়িত্বে থাকা ঘাট কমিটির কোনও সদস্যও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।