চারদিনের জগদ্ধাত্রীপুজোয় সেজে ওঠে চন্দননগর। চারদিনের পুজো শেষে রবিবার দশমী (Dashami) ছিল জগদ্ধাত্রী পুজোর। করোনা বিধি মেনেই এবার জগদ্ধাত্রী পুজো হয়েছে সেখানে। করোনা বিধি (covid rules) মেনেই এবার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri puja) ভাসান চন্দননগরে। এবার জগদ্ধাত্রী পুজোর ভাসান প্রসেশন করে হয়নি চন্দননগরে। রবিবার বেলা ১২ টা থেকে চন্দননগরে শুরু হয় প্রতিমা ভাসান। রবিবার মোট ৮০ টি প্রতিমা ভাসান হয় সেখানে। রবিবারের পর সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয় ভাসান। চন্দননগর, ভদ্রেশ্বর মিলিয়ে ১৮ টি ঘাটে ভাসানের (Immersion of Jagadhatri Puja) জন্য নির্দিষ্ট করা হয়েছে। মূলত রানীঘাট, শিববাটি ঘাট এবং ভদ্রেশ্বর শ্রীমানি ঘাটে বেশি সংখ্যক প্রতিমা নিরঞ্জন হবে বলে জানিয়েছেন চন্দননগর (Chandannagar) কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিত সাউ।
চারদিনের জগদ্ধাত্রীপুজোয় সেজে ওঠে চন্দননগর। চারদিনের পুজো শেষে রবিবার দশমী (Dashami) ছিল জগদ্ধাত্রী পুজোর। করোনা বিধি মেনেই এবার জগদ্ধাত্রী পুজো হয়েছে সেখানে। করোনা বিধি (covid rules) মেনেই এবার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri puja) ভাসান চন্দননগরে। এবার জগদ্ধাত্রী পুজোর ভাসান প্রসেশন করে হয়নি চন্দননগরে। রবিবার বেলা ১২ টা থেকে চন্দননগরে শুরু হয় প্রতিমা ভাসান। রবিবার মোট ৮০ টি প্রতিমা ভাসান হয় সেখানে। রবিবারের পর সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয় ভাসান। চন্দননগর, ভদ্রেশ্বর মিলিয়ে ১৮ টি ঘাটে ভাসানের (Immersion of Jagadhatri Puja) জন্য নির্দিষ্ট করা হয়েছে। মূলত রানীঘাট, শিববাটি ঘাট এবং ভদ্রেশ্বর শ্রীমানি ঘাটে বেশি সংখ্যক প্রতিমা নিরঞ্জন হবে বলে জানিয়েছেন চন্দননগর (Chandannagar) কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিত সাউ।