নিজেদের জীবনে আলো নেই। আন্দাজে পথ হাতরে চলে জীবন সংগ্রাম। অথচ সেই দৃষ্টিহীনদের আলোতেই আলোকিত হবে কালীপুজো,দীপাবলী। পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুর এখন রোশনাইয়ের হাঁট।
নিজেদের জীবনে আলো নেই। আন্দাজে পথ হাতরে চলে জীবন সংগ্রাম। অথচ সেই দৃষ্টিহীনদের আলোতেই আলোকিত হবে কালীপুজো,দীপাবলী। পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুর এখন রোশনাইয়ের হাঁট। হাতে জ্বলন্ত মোমবাতি। যে মোমবাতির আলোয় মোহময়ী পরিবেশ তৈরি হলেও তা বুঝতে পারেন না ওরা। কিন্তু ওই আলোতেই ঠোটের কোনে ফুটে ওঠে এক চিলতে হাসি। কোথাও যেন একটা ভালোলাগার পরশ ওদের ছুঁয়ে যায়। এই ভাললাগাটাও শুধুই তাদের কাছে অনুভবের। কারণ ওরা সবাই দৃষ্টিহীন। ওদের কারও চোখেই আলো নেই। তবুও ওদের হাতের জাদুতেই আলোকিত হবে পূর্ব মেদিনীপুরের দীপাবলি উৎসব।