বেডরুমে খাটের তলায় ফোঁস ফোঁস শব্দ। খাটের তোলায় উঁকি মারতেই ভয়ঙ্কর দৃশ্য! দুটো গোখরো সাপ খাটের নিচে। জোড়া সাপের আতঙ্কে রাতে ঘুম নেই সকলের। পূর্ণ বয়স্ক এক জোড়া গোখরো সাপ ঘরের মধ্যে। একটি পুরুষ ও একটি মেয়ে গোখরো সাপ। জলপাইগুড়ি জেলার পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার ঘটনা। খবর পেয়ে আশেপাশের বহু মানুষ ভিড় জমান। দুটো সাপকেই উদ্ধার করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। পরে পার্শবর্তী জঙ্গলে সাপ গুলিকে ছেড়ে দেন।
বেডরুমে খাটের তলায় ফোঁস ফোঁস শব্দ। খাটের তোলায় উঁকি মারতেই ভয়ঙ্কর দৃশ্য! দুটো গোখরো সাপ খাটের নিচে। জোড়া সাপের আতঙ্কে রাতে ঘুম নেই সকলের। পূর্ণ বয়স্ক এক জোড়া গোখরো সাপ ঘরের মধ্যে। একটি পুরুষ ও একটি মেয়ে গোখরো সাপ। জলপাইগুড়ি জেলার পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার ঘটনা। খবর পেয়ে আশেপাশের বহু মানুষ ভিড় জমান। দুটো সাপকেই উদ্ধার করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। পরে পার্শবর্তী জঙ্গলে সাপ গুলিকে ছেড়ে দেন।