বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ পড়ুয়া । চার দিন কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি অষ্টম শ্রেণীর ওই নাবালক ছাত্রের। পরিবারের দাবি চারিদিকে খোঁজ খবর করেও মেলেনি সন্ধান। দুশ্চিন্তায় প্রহর কাটছে নিখোঁজ ছাত্রের পরিবারের। মালদহের চাঁচলের মহানন্দাপুর গ্রামের ঘটনা। দিনমজুর গয়া দাসের দুই পুত্র সন্তান। বড় ছেলে দেব দাস গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টিউশন পড়তে বেরিয়েছিল। তারপর থেকে আর বাড়ি ফেরেনি দেব, বয়স ১৪। তদন্তে চাঁচল থানার পুলিশ।
বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ পড়ুয়া । চার দিন কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি অষ্টম শ্রেণীর ওই নাবালক ছাত্রের। পরিবারের দাবি চারিদিকে খোঁজ খবর করেও মেলেনি সন্ধান। দুশ্চিন্তায় প্রহর কাটছে নিখোঁজ ছাত্রের পরিবারের। মালদহের চাঁচলের মহানন্দাপুর গ্রামের ঘটনা। দিনমজুর গয়া দাসের দুই পুত্র সন্তান। বড় ছেলে দেব দাস গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টিউশন পড়তে বেরিয়েছিল। তারপর থেকে আর বাড়ি ফেরেনি দেব, বয়স ১৪। তদন্তে চাঁচল থানার পুলিশ।