গত ১৩ অক্টোবরের ঘটনা। মালদার চাঁচল থানার গৌড়হণ্ড গ্রামের ঘটনা। অভিযুক্ত তান্ত্রিক বিক্রম ভগত পুলিশ হেফাজতে। খুনের কথা পরোক্ষে সে স্বীকার করেছে। তন্ত্র সাধনা সে বাবার কাছ থেকে শিখেছে। ঘটনার সময় সে মদ্যপান করেছিল। কিভাবে সে নাবালিকাকে খুন করেছে, তার মনে নেই। এই ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
গত ১৩ অক্টোবরের ঘটনা। মালদার চাঁচল থানার গৌড়হণ্ড গ্রামের ঘটনা। অভিযুক্ত তান্ত্রিক বিক্রম ভগত পুলিশ হেফাজতে। খুনের কথা পরোক্ষে সে স্বীকার করেছে। তন্ত্র সাধনা সে বাবার কাছ থেকে শিখেছে। ঘটনার সময় সে মদ্যপান করেছিল। কিভাবে সে নাবালিকাকে খুন করেছে, তার মনে নেই। এই ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।