শান্তিনিকেতনে শিশুহত্যার আঁচ এবার বিধানসভায়, CBI তদন্তের দাবি BJP-র, মমতাকে তীব্র নিশানা শুভেন্দুর। শান্তিনিকেতনে শিশু হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা। বিধানসভায় মুলতুবি প্রস্তাব BJP বিধায়কদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তাঁরা। প্রতিবাদে ওয়াকআউট বিজেপি-র। গোটা ঘটনার CBI তদন্তের দাবি তোলা হল।
BJP-র কক্ষ ত্যাগ করা নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের। তিনি বলেন, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা, এতে প্রশাসন কি করবে, ধরেছেতো পুলিশ-ই'। প্রত্যেকটা মানুষের পিছনে পুলিশ দাড় করানো সম্ভব?' 'যে অপরাধ করেছে সে সাজা পাবেই'